স্পোর্টস ডেস্কঃ
আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। বৈশ্বিক এই আসরের আগে চোটে পড়েছেন দলটির উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে চলামান সিরিজে চোট পেলেন তিনি। চোটে ভোগা রিজওয়ান ইউরোপে সফর দুটি মিস করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েন রিজওয়ান। চোটের কারণে ব্যাটিং করা অবস্থায় মাঠ ছেড়ে উঠে যান তিনি। এরপরে আর ব্যাটিং করতে নামানো হয়নি তাকে। ম্যাচ শেষে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদ জানিয়েছিলেন যে গুরুতর কিছু হয়নি রিজওয়ানের। সতর্কতার অংশ হিসেবেই নাকি মাঠ থেকে তুলে নেয়া হয়েছে তাকে।
তবে পাকিস্তানের গণমাধ্যম বলছে ভিন্ন কথা। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের মতে, চোটের কারণে দুই থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিজওয়ান। বুধবার (২৪ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে রিজওয়ানের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে পিসিবিও। তবে তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হচ্ছে রিজওয়ানকে।
বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, রিজওয়ানের রেডিওলজি রিপোর্ট দেখে পিসিবির মেডিকেল প্যানেল টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে। দুই পক্ষ মিলে রিজওয়ানকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিজওয়ানের মতো বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ ইরফান খানকেও। দুই ক্রিকেটার পিসিবি মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে থাকবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post