স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দেরী নেই দিন দশেকও। এর মধ্যে কানাডার ক্রিকেটে লাগল বড় ধাক্কা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি নিজেদের কোচকে চাকুরিচ্যুত করেছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে বিষয়টি।
বিশ্বকাপের দশদিনও বাকি না থাকতে কোচ পুবুদু দাসানায়াকেকে বিদায় করল কানাডা ক্রিকেট এসোসিয়েশন (সিসিএ)। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার বোর্ড সভার পর। তবে সিসিএ ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই ব্যাপারে। এই বোর্ড সভায় দাসানায়াকেকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হবে। মূলত ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সিসিএ।
৫৩ বছর বয়সী এই কোচকে নিয়ে কানাডার ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ ছিল। এই নিয়ে নাম না উল্লেখ করে খেলোয়াড়েরা বোর্ডকে চিঠিও দিয়েছিলেন। সেই চিঠি পাওয়ার পর, দাসানায়াকেকে বরখাস্ত করার যথেষ্ট কারণ দেখতে পারে বোর্ড।
বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে প্রস্তুতি ম্যাচ খেলতে অবস্থান করছে কানাডা দল। সেখানেই বুধবার সিসিএর পক্ষ থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কা ও কানাডার সাবেক ক্রিকেটার দাসানায়াকেকে। এবার কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা মাত্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post