স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল পাকিস্তান। শুক্রবার রাতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের গ্রুপ ‘এ’-এর ম্যাচটি। এ ম্যাচে পাওয়া ১ পয়েন্ট নিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটে নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো গতবারের রানার্স-আপ পাকিস্তানকে। সঙ্গে আশা শেষ হয়ে গেছে আয়ারল্যান্ড ও কানাডারও।
ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচটি। রাত সাড়ে ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ম্যাচে এক বলও গড়ায়নি মাঠে। এমনকি হয়নি টসও। ফলে ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয় দল দুটি। ফলে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে স্বাগতিকরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে সুপার এইটে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ১। ফলে বিদায় নেয় দলটি। একই সঙ্গে তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচের উপর ঝুলে ছিল তাদের ভাগ্য।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল বাবর আজমের দল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ ছিল পরের ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাত্র ১২০ রান তাড়ায় এক পর্যায়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ উইকেট হাতে রেখে ৪৮ বলে ৪৮। তবে ব্যাটারদের সীমাহীন ব্যর্থতায় তারা ম্যাচটা হেরে যায় ৬ রানে। এরপর কানাডাকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখলেও শেষ পর্যন্ত তা আর যথেষ্ট হয়নি। গ্রুপ ‘এ’-তে আপাতত ৪ ম্যাচে ৫ পয়েন্ট যুক্তরাষ্ট্রের, ৩ ম্যাচে ৬ পয়েন্ট ভারতের। এই দুই দলই যাচ্ছে সুপার এইটে। পাকিস্তানের পয়েন্ট ৩ ম্যাচে ২, আয়ারল্যান্ডের ৩ ম্যাচে ০ ও কানাডার ৩ ম্যাচে ২। সম্ভাবনা শেষ এ তিন দলেরই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post