স্পোর্টস ডেস্কঃ গত মাসে ঘরের মাঠে এশিয়া কাপ ফাইনাল হারে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ১০ উইকেটের লজ্জার হার দেখা ম্যাচটি চোটের কারণে খেলতে পারেন নি দলটির তারকা স্পিনার মাহিশ থিকশানা। সুপার ফোর পর্বে পাওয়া চোটে এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করবেন তিনি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শনিবার মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মাঠে নামবে দু’দল। এই ম্যাচে থিকশানার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কানদের কোচ ক্রিস সিলভারউড। সংবাদ সম্মেলনে জানান এই তথ্য।
থিকশানাকে না পাওয়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই। এমনিতেই চোটের কারণে টুর্নামেন্টে তারা পাচ্ছে না পেসার দুশমান্থ চামিরা ও লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পান অভিজ্ঞ ব্যাটার কুশাল পেরেরাও। এবার থিকশানার চোটে বড় ধাক্কা লঙ্কানদের।
শ্রীলঙ্কার কোচ সিলভারউড সংবাদ সম্মেলনে শুক্রবার বলেছেন, ‘থিকশানা হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার পথে আছে, তাই এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে না। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই তাকে পাওয়া যাবে। বাকিরা সুস্থ আছে।’
শ্রীলঙ্কা বিশ্বকাপ স্কোয়াড- দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশাঙ্কা।
রিজার্ভ খেলোয়াড়- চামিকা করুনারত্নে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, লিজাড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ফন ডার ডুসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post