স্পোর্টস ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে ২ জুন থেকে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট। যেখানে খেলতে ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি।
এই টেক্সাসেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বিশ্বকাপের আগে সেই দেশের কন্ডিশনে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ সিরিজটি। তবে এর বাইরে বিশ্বকাপের আগে নিয়ম মেনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্ত-তাসকিনরা।
আর সেই দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে। তিন ম্যাচের সিরিজ খেলার পর আবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।
আর ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে টাইগাররা। নিউ ইয়র্কে মাত্র পাঁচ মাসে তৈরি হওয়া নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার গুঞ্জন থাকলেও, আইসিসির প্রকাশিত সূচিতে কোনো ভেন্যু দেওয়া হয়নি। তাই বাংলাদেশ-ভারতের ম্যাচটি কোথায় হবে, নিশ্চিত হওয়া যাচ্ছে না। একইসাথে ম্যাচ শুরুর সময়ও জানায়নি আইসিসি।
বাকি দলগুলো খেললেও, এবারের বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post