স্পোর্টস ডেস্ক:: বিশ দলের টি-২০ বিশ্বকাপে একের পর এক ইতিহাস হচ্ছে। যুক্তরাষ্ট্র, উগান্ডার পর এবার কানাডাও গড়লো ইতিহাস। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ডকে হারিয়েছে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আইরিশদের ১২ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে দলটি।
লো স্কোরিং ম্যাচটিতে মাত্র ১৩৭ রানে পূঁজি নিয়েই বাজিমাত করেছেন কানাডা। আগে ব্যাট করা দলটি সাত উইকেটে তুলে এই রান। জবাবে খেলতে নামা আইরিশরা কানাডার নিয়ন্ত্রিত বোলিংয়ে সাত উইকেটে ১২৫ রানে থামে।
টস হেরে ব্যাট করতে নামা কানাডা নিকোলাস কার্টনের ইনিংস সর্বোচ্চ ৪৯ রানে সাত উইকেটে ১৩৭ রানে তুলে। ৩৫ বলের ইনিংসে তিনটি চার ও দু’টি ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মুভা।
আয়ারল্যান্ডের হয়ে ইয়ং ও ম্যাকার্টি ২টি করে উইকেট লাভ করেন।
১৩৮ রানের লক্ষ্যে খেলতে নামা আয়ারল্যান্ড কানাডার দুর্দান্ত বোলিংয়ে সাত উইকেটে ১২৫ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন মার্ক অ্যাডার। ৩০ রানে অপরাজিত থাকেন ডকরেল। ১৭ রান করেন বার্লবিনি।
কানাডার হয়ে গর্ডন ও ডিলন ২টি করে উইকেট লাভ করেন।
বিশ্বকাপে আয়ারল্যান্ড দুই ম্যাচ খেলে দু’টিতেই হারলো। কানাডা সমান ম্যাচ খেলে জিতলো একটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post