স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে উঠতে পারেনি নিউজিল্যান্ড। আফগানিস্তান ও ওয়েস্টইন্ডিজের কাছে হারের পর তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। সেই সাথে থেমে গেলো ট্রেন্ট বোল্টেরও বিশ্বকাপ খেলা। বিশ্বকাপে নিউজিল্যান্ডের জার্সিতে আর দেখা যাবে না এই পেস তারকাকে।
২০২২ সালের আগস্ট থেকে নিজ ইচ্ছায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রেন্ট বোল্ট। পরিবারকে সময় দিতে তখন থেকে বেছে বেছে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলে আসছেন তিনি। কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় বাধ্যতামূলক সব ম্যাচ খেলতে হচ্ছে না তাকে।
বছরের বেশির ভাগ সময় পরিবারকে দেন। ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন। কেবলমাত্র বিশ্বকাপের সময় এলেই ফিরেন জাতীয় দলে। খেলে থাকেন বিশ্বকাপে। তবে আর বিশ্বকাপে খেলবেন না তিনি। উগান্ডার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন এটিই তার শেষ বিশ্বকাপ।
ত্রিনিদাদে উগান্ডার বিপক্ষে ম্যাচটি ছিলো শুধুই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে উগান্ডাকে মাত্র ৪০ রানে গুটিয়ে দিয়ে ৮৮ বল বাকি রেখে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল। ম্যাচে মাত্র ৭ রানে ২ উইকেট নেন বোল্ট। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে ৩৪ বছর বয়সী পেসার বলেন, ‘নিজের কথা যদি বলি, এটাই হতে যাচ্ছে আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post