স্পোর্টস ডেস্ক:: কোহলি ফর্মে ফিরলেন, ভারতকে জেতালেন টি-২০ বিশ্বকাপ। ১৭ বছর পর ভারতকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করে বিরাট কোহলি জানিয়ে দিলেন এবার থামার সময় হয়েছে। সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত।
এরপরই বিরাট কোহলি অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের জার্সিতে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। ভারতের কিংবদন্তী ক্রিকেটের ছোট্ট এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না।
ফাইনাল সেরা হন কােহলি। ৫৯ বলে ৭৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে জানান, অবসরের সিদ্ধান্ত আগেই নিয়ে রেখে ছিলেন। ভারত হারলেও তিনি অবসরের ঘোষনা দিতেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক হার্শা ভোগলেকে কোহলি বলেন, ‘এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটি আমরা অর্জন করতে চেয়েছি। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করেছি। এখন অথবা কখনোই নয়-ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি—সবটুকু কাজে লাগাতে চেয়েছি।’
অবসর নিয়ে হার্শা ভোগলে আবারো জানতে চাইলে কোহলি বলেন, ‘ট্রফিটা উঁচিয়ে ধরতে চেয়েছি। পরিস্থিতিকে সম্মান জানাতে চেয়েছি জোর করার চেয়ে। এটা (অবসর) “ওপেন সিক্রেট” ছিল, এখন পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। দুর্দান্ত কিছু খেলোয়াড় দলকে এগিয়ে নেবে এবং পতাকা উঁচু করে ধরবে।’
ভারতের জার্সিতে ১২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন কোহলি। ব্যাট হাতে করেছেন ৪১৮৮ রান। ফাইনালের আগে ফর্মহীন ছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে ৭৫ বলে ৭৫ রান করে ছিলেন। সমালোচনা হচ্ছিলো বেশ। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হওয়া কোহলি ফাইনালের পর জানিয়ে দিলেন আর খেলা হবে না এই ফরম্যাটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post