স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিশ্বকাপ দলে যুক্ত হলেন এনামুল হক বিজয়। অধিনায়ক সাকিব আল হাসান চোটে ছিটকে গেছেন। তার জায়গায় ডাকা হয়েছে বিজয়কে। তাঁকে বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাঁকে খেলার অনুমতি দিল। আজ আইসিসির ওয়েবসাইটে বিজয়কে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর হুট করে চোটের শিকার হন সাকিব। ফলে বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচে খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাইয়ের জন্য শেষ ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আগামী ১১ নভেম্বর সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচ খেলবে টাইগাররা।
ওয়ানডে বিজয় বাংলাদেশের হয়ে ২৯.৯৫ গড়ে ১ হাজার ২৫৮ রান করেছেন। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বিজয়। সেবার চোট পেয়ে মাঝ পথেই ছিটকে যেতে হয়েছিল তাকে। এরপর জাতীয় দলেই অনিয়মিত হয়ে পড়েছিলেন এই ওপেনার। সবশেষ গত এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি।
এদিকে সাকিবের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁহাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post