নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে খেলা আগের তিন সেমিফাইনালেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। ২০১১ এর সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৯ রান করে আউট হয়ে যান তিনি। পরের দুবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১ রান করে করতে পেরেছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেই অভিশাপ কাটিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের রানে পৌঁছেছেন কোহলি। আজ চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফিফটির দেখা পেয়েছেন তিনি। বিশ্বকাপের নকআউট পর্বে এটাই সর্বোচ্চ ইনিংস বিরাটের। সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি আটবার পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়লেন তিনি। ছাপিয়ে গেলেন শচিন টেন্ডুলকার ও সাকিব আল হাসানকে।
আজ ৪ চারে ৫৯ বলে ফিফটির রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। ইনিংসে ষষ্ঠ রান নেওয়ার সময় প্রথমবার বিশ্বকাপের এক আসরে ৬শ রানও পূর্ণ করেছেন ভারতের তারকা এই ব্যাটার। এদিকে ওয়ানডেতে রিকি পন্টিংয়ের সর্বোচ্চ রান ছাপিয়ে গেছেন এই ম্যাচেই। এবার ফিফটি করে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ডে ছুঁলেন পন্টিংকে। তাদের দুজনেরই পঞ্চাশোর্ধ ইনিংসের সংখ্যা ২১৭টি। সামনে আছেন শুধু শচিন টেন্ডুলকার, ২৬৪ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন শচিন।
Discussion about this post