স্পোর্টস ডেস্কঃ আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছিল বাংলাদেশ। ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে আতিথ্য নিতে যাবে হাবিয়ের কাবরেরার দল। এই ম্যাচের ভেন্যু এতদিন নিশ্চিত না হলেও অবশেষে জানা গেলো চূড়ান্ত ভেন্যু। লেবানন-বাংলাদেশ ম্যাচটি হবে কাতারে।
বুধবার বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ লেবাননের বিপক্ষে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন ম্যাচটি আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যুতে। আগামী ১১ জুন কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) বাংলাদেশ-লেবানন ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
এদিকে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশ চার ম্যাচ খেলে ফেলেছে। একমাত্র পয়েন্ট তারা পেয়েছে লেবাননের বিপক্ষে ঘরের মাঠে। সেই দলের বিপক্ষেই শেষ হবে বাংলাদেশের এই অভিযাত্রা। লেবাননের বিপক্ষে গত নভেম্বরে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে দ্বিতীয়বার মুখোমুখি হবে জামাল ভূঁইয়া-সাদ উদ্দিনরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post