স্পোর্টস ডেস্কঃ নেইমার জুনিয়র, দুনিয়ার অন্যতম সেরা ফুটবলারদের একজন। ব্রাজিলিয়ান এই সুপারস্টার সম্প্রতি ক্লাব ফুটবলে দলবদল করেছেন। রোনালদো-বেনজেমা-সাদিও মানেদের দেখানো পথে হেঁটেছেন এই তারকা। সৌদি আরবের লিগে পাড়ি জমিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছেন।
কাড়ি কাড়ি টাকায় প্যারিস সেইন্ট জার্মেইন থেকে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন তিনি। শনিবারই নেইমারকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে আল হিলালের পক্ষ থেকে। কিং ফাহাদ স্টেডিয়ামে রাজকীয় বরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে আলোচনায় এসেছে আরেকটি বিষয়। প্যারিস থেকে সৌদি আরবে নেইমার গিয়েছেন বিশেষ বিমানে চড়ে। আর সেই বিমান নিয়ে এখন নড়ে উঠেছে বিশ্ব। বিমানের সামনে দাঁড়িয়ে নেইমার যে ছবি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটিকে ধরা হচ্ছে বিশ্বের অন্যতম বিলাসবহুল বিমান। এর মালিক প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। সৌদির এই বিলিয়নিয়ার ব্যবসায়ী দেশটির প্রথম বাদশাহ আবদুল আজিজের নাতি।
বিমানটি বোয়িং ৭৪৭ মডেলের। এই মডেলের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বিমান এটিই। অবশ্য বিমানের দাম নিয়ে মতপার্থক্য আছে বিমানভিত্তিক ওয়েবসাইট অ্যারোফ্লাপ জানিয়েছে, এর দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার। স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে বিমানের দাম ৫০ কোটি ইউরো। এদিকে আবার
ব্রাজিলের গণমাধ্যমে খবর বের হয়েছে, ব্রাজিলিয়ান মুদ্রায় প্রায় ১ বিলিয়ন রিয়েল দাম বিমানটির। ব্যক্তিগত বিমানগুলোর মধ্যে এর ভেতরের অবকাঠামোই পৃথিবীর সবচেয়ে বড়! ভেতরে উপরে-নিচে ২টি ফ্লোর রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০০ যাত্রী বহন করতে পারবে বিমানটি।
বিমানের প্রধান কক্ষ ব্যবহার করেন সৌদি আরবের প্রিন্স। সেই কক্ষের মাঝে একটি সিংহাসন আছে। আছে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের জন্য চামড়ার সোফা। যেখানে বিলাসবহুল সব মোড়কে ঢাকা আসবাবপত্র। দামি কাঠের টেবিল, ঝলমলে আলো নিয়ে বড় বৈঠককক্ষ আছে। সাধারণ যাত্রীদের বসার আসনও চামড়ায় মোড়ানো। একইসাথে ৩টি সারিতে দুটি করে আসন বসানো হয়েছে বিমানে। এক্সিকিউটিভ লাউঞ্জ, রয়্যাল লাউঞ্জ এবং বিলাসবহুল শোবার কক্ষ আছে বিমানটিতে।
এই বিলাবহুল বিমানে করেই প্যারিস থেকে নেইমারকে সৌদিতে উড়িয়ে নেওয়া হয়েছে। এর বাইরে আল হিলাল কর্তৃপক্ষ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে নেইমারের জন্য। চুক্তির নির্ধারিত বেতনের বাইরেও আল হিলালের প্রতি ম্যাচে জয়ের জন্য নেইমারকে আলাদা করে ৮০ হাজার ইউরো করে দেওয়া হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরবকে প্রমোট করে পোস্ট করলে, প্রতি পোস্টের জন্য ৫ লাখ ইউরো করে অর্থ পাবেন।
শুধুই কী অর্থ, রাজকীয় সব সুবিধা দিচ্ছে সৌদি আরবের সবচেয়ে সফলতম ক্লাব আল হিলাল। সৌদি আরবে থাকার জন্য ২৫ রুমের একটি ম্যানশন দেওয়া হচ্ছে নেইমারকে। বিশাল এই বাড়িতে থাকছে নেইমারের চাহিদা সাইজ অনুযায়ী ব্যক্তিগত সুইমিং পুলও। থাকছে স্টিম বাথ, সাউনার ব্যবস্থাও। সার্বক্ষণিক বাড়ির দেখাশোনা করার জন্য থাকবেন কর্মী। ব্রাজিল থেকে বাবুর্চি আনা হচ্ছে। পছন্দের সব খাবার রাখার জন্য বিশেষ ফ্রিজ দেওয়া হচ্ছে।
এতো গেল বাড়ির খবর, এর বাইরে ব্যক্তিগত বিমান দেওয়া হচ্ছে নেইমারকে। ম্যাচ খেলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, ছুটি কাটাতে কিংবা ব্যক্তিগত যেকোনো কাজে সেই বিমান ব্যবহার করতে পারবেন ব্রাজিলের নাম্বার টেন।
ব্যক্তিগত বিমান ছাড়া, সৌদি আরবের বিভিন্ন সড়কে চলার জন্য ৯টি গাড়ি দেওয়া হচ্ছে নেইমারকে। বিলাসবহুল সেসব গাড়ির মধ্যে আছে বেন্টলে কন্টিনেন্টাল জিটি, এস্টন মার্টিন ডিভিএস, ল্যাম্বরগিনি হুরাকানারের মতো কার। ২৪ ঘন্টা ড্রাইভার নিয়োজিত থাকবে এই তারকার জন্য।
এসব ছাড়াও নেইমারের ব্যক্তিগত জীবনে চলাফেরার খরচও বহন করবে আল হিলাল। খেলা ছাড়া ভ্রমণ করতে গিয়ে কোনো হোটেলে থাকা, খাওয়াসহ অনেক কিছুরই খরচ দেবে ক্লাব। সমুদ্রের কাছে নেইমারের জন্য নির্দিষ্ট জায়গাও বরাদ্ধ করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। যেখানে আমোদ-ফূর্তি করতে পারবেন। সৌদি আরবের প্রচলিত আইনের বাইরে গিয়ে বিয়ে ছাড়া বান্ধবী নিয়ে থাকাসহ অন্যান্য সুবিধা তো থাকছেই। মধ্যপ্রাচ্যের দেশে নেইমারের জন্য উচ্চাভিলাস আর রাজকীয় জীবনই অপেক্ষা করছে যেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post