স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের হেড অব প্রোগ্রামস হিসেবে নিয়োগ পেলেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ ডেভিড মুর। অস্ট্রেলিয়ার সাবেক এই কোচের নিয়োগের বিষয়টি জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশের আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই কাজ করবেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
এইচপি ও বাংলা টাইগার্সের পাশাপাশি কোচদের অগ্রগতির বিষয়টিও দেখবেন মুর। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। আগামী মাস থেকে কাজ শুরু করবেন এই অস্ট্রেলিয়ান। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, আমরা তাকে (মুর) আমাদের প্রোগ্রাম প্রধান হিসেবে নিয়োগ করতে প্রস্তুত। সাধারণত এই ধরনের পদে একজন প্রার্থীকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
বিসিবির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মুর বলেন, ‘বিসিবিতে হেড অব প্রোগ্রামস হিসেবে আমার ভূমিকা শুরু করা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি প্রধান কোচ, তার কোচিং-সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং তাদের সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করায় সাহায্য করতে মুখিয়ে আছি।’
ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের জেনারেল ম্যানেজার ও ক্রিকেট পারফরম্যান্স ও হেড অব কোচ ডেভেলপমেন্ট হিসাবে কাজ করেছেন মুর। ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের সিনিয়র কোচ। ক্রিকেট উইন্ডিজের অ্যাসিস্টেন্ট কোচ হিসাবেও কাজ করেছেন তিনি।
Discussion about this post