স্পোর্টস ডেস্কঃ ব্যাঙ্গালোরে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই আজ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের পুঁজি ৪০১ রানের। কিউইদের ছুঁড়ে দেওয়া ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। ফখর জামানের ৬৩ বলের সেঞ্চুরির পর বৃষ্টি বাধায় বন্ধ আছে ম্যাচ।
বৃষ্টির কারণে যদি আর খেলা না হয়, তবে কী হবে? ডিএলএস পার স্কোর বলছে, পাকিস্তান এগিয়ে আছে ১০ রান। অর্থাৎ আর খেলা না হলে জিতবে পাকিস্তান! এর আগে রান তাড়া করতে নেমে ৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ৪ রান করে বিদায় নেন আবদুল্লাহ শফিক। এরপর ঝড় তুলেন ফখর জামান। এরইমধ্যে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। ৬৯ বলে ১০৬ রান করে অপরাজিত এ ক্রিকেটার। ৫১ বলে ৪৭ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন বাবর আজম।
রেকর্ড রান তাড়ায় শুরুতেই শফিকের উইকেট হারায় পাকিস্তান। এরপরই অবশ্য দারুণ এক জুটি গড়েন ফখর-বাবর। তাদের জুটি এখন ১৫৪ রানের। ৬৯ বলে ১০৬ রানে খেলছেন ফখর। তাঁর ইনিংসে আছে ৯ ছক্কা ও ৭ চারের মার। অধিনায়ক বাবর অপরাজিত আছেন ৪৭ রানে। ৫১ বলে ১ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি। রেকর্ডময় ম্যাচ জিততে এখনও পাকিস্তানের দরকার ২৪২ রান, হাতে ৯ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post