নিজস্ব প্রতিবেদক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সকালেই বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছেছে। ঈদের ছুটি কাটিয়ে ক্রিকেটাররা ঢাকা থেকে চট্টগ্রামে যান সকালে। কোনো কোনো ক্রিকেটার নিজের ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামে গিয়ে টিম হোটেলে উঠেছেন।
শনিবার সকালে বন্দরনগরীতে গিয়ে বিকেলে অনুশীলন সিডিউল ছিলো টাইগারদের। তবে বৃষ্টির কারণে টিকমতো অনুশীলন হয়নি। কিন্তুু টিম হোটেলেও থাকেননি ক্রিকেটাররা। বিকেলে টিম বাসে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান ক্রিকেটাররা। ইনডোরে সারেন নিজেদের প্রেকটিস।
আগামি ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওডিআই সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে সাগরিকায়। এরপর শুরু হবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পূর্ণাঙ্গ এই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ঈদের আগে খেলে যায় আফগানিস্তান। বাংলাদেশ দল বড় ব্যবধানে জয় তুলে নেয় টেস্ট ম্যাচটিতে। সাদা পোশাকের পর এবার দুই দলের সাদা বলের সিরিজ শুরু হবে।
সিরিজ খেলতে শনিবার বিকেলেই ঢাকায় এসেছে আফগানিস্তান দল। বিকেলে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রশিদ খানরা রাত ৮টার ফ্লাইটে চট্টগ্রামে গেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post