নিজস্ব প্রতিবেদকঃ বোলিংয়ে নিজেকে আরও পরিণত করতে চান এবাদত হোসেন। এজন্য এবার ভান্ডারে আরও একটি নতুন অস্ত্র যোগ করছেন এই ডানহাতি পেসার। ভালো উইকেটে ভালো করার জন্য তাঁকে অস্ত্রাগার আরও সমৃদ্ধ করতে হবে, এটা বুঝে গেছেন ফরচুন বরিশালের জার্সিতে বিপিএলে খেলা এবাদত।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে এ উপলব্ধির কথা জানান এবাদত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভালো উইকেটে খেলা হলে যে পেসারদের স্কিল যত ভালো, সে সেখানে তত ভালো বোলিং করবে। ঢাকার উইকেট এবার খুবই ভালো ছিল। চট্টগ্রাম তো বরাবরই ভালো। ভালো উইকেটে যদি আমরা ভালো করতে পারি, তাহলে সামনের বিশ্বকাপে সেটা সাহায্য করবে।’
নতুন নতুন ডেলিভারী অস্ত্র ভান্ডারে যোগ করার বিকল্প নেই, এটা বিশ্বাস করেন এবাদত। তিনি বলেন, ‘আমি জোরে বল করতে পারি এবং ইয়র্কারে দক্ষতা আছে। তার সঙ্গে সঙ্গে আমি কাটার নিয়ে কাজ করছি। দুইটা কাটারই আমি পারি কিন্তু আরও ভালো যাতে হয় সেজন্য কাজ করছি। স্লোয়ার বাউন্সার নিয়েও কাজ করেছি।’
এবাদতের ‘কাটার’ শেখা প্রসঙ্গ আসতেই গণমাধ্যমকর্মীদের প্রশ্ন, মুস্তাফিজুর রহমানের কাছে কী শরণাপন্ন হয়েছেন? উত্তরে তিনি বলেন, ‘মুস্তাফিজ তো কাটার ভালো পারে। ওর কাছ থেকে শিখছিলাম। ও আমার স্লোয়ার বাউন্সারের গ্রিপ বদলে দিয়েছিল। এটাতে আমার উপকার হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post