স্পোর্টস ডেস্ক:: টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ভীষন ব্যস্ত। মাঠের খেলা এবং মাঠের বাইরের বিজ্ঞাপনের বাজার সমান তালে সামলাচ্ছেন তিনি। জাতীয় দলের সিরিজ চলাকালে ম্যাচের মাঝে ফাঁক পেলেই ছুটছেন এক শহর থেকে আরেক শহরে।
ঘরোয়া ক্রিকেটে ম্যাচের মাঝ পথেই হেলিকপ্টারে চড়ে ছাড়ছেন মাঠ। জাতীয় দলের সিরিজে ট্রফি উন্মোচনেও প্রতিপক্ষ অধিনায়ককে অপেক্ষা করতে হয় সাকিবের জন্য। সেই সাকিবকে অনুশীলনে পাওয়া রীতিমতো দুস্কর।
ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে মিরপুরের হোম অব ক্রিকেটে কাল থেকে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচটি। টেস্ট শুরুর আগে রোববার অনুশীলন শুরু করেছে টেস্ট দল। তবে সাকিবকে ছাড়াই। বাংলাদেশের অধিনায়ক অনুপস্থিত ছিলেন প্রথম দিনের অনুশীলনে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনুশীলন সেরেছেন দলের অন্য ক্রিকেটারদেরকে নিয়ে। অনুশীলন শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন কোচ। তাতেও ছিলেন না সাকিব আল হাসান।
রোববার সকালে মিরপুরে অনুশীলন করেছে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের সবশেষ ম্যাচটি যে জিতেছে আইরিশরা। অনুশীলনে তাই ফুরফুরে মেজাজে ছিলেন অতিথি ক্রিকেটাররা। সফরকারীদের অনুশীলন শেষেই দুপুর থেকে শুরু হয় বাংলাদেশের অনুশীলন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post