স্পোর্টস ডেস্কঃ ফার্নান্দো দিনিজ ছাঁটাই হওয়ার পর নতুন কোচ পেয়েছে ব্রাজিল ফুটবল দল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে দরিভাল জুনিয়রকে কোচের দায়িত্ব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
রোববার ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছে, সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ নিজেই দরিভালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
৬১ বছর বয়সী দরিভাল ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচের দায়িত্বে। ক্লাবটির সঙ্গে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তাঁর। তবে ব্রাজিলের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস বলছে, সোমবারের মধ্যেই সাও পাওলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করবেন দরিভাল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের চাওয়া ছিল কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে আনা। সেই ভাবনা থেকেই গত বছর তারা দিনিজকে এক বছরের জন্য ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে নিয়ে আসে। কিন্তু আনচেলত্তি সম্প্রতি রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি করেছেন আরও দুই বছরের জন্য। এরপরই জিনিসকে বিদায় করে দরিভালকে দায়িত্বে আনছে ব্রাজিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post