স্পোর্টস ডেস্কঃ আবুধাবির মাঠে ৪৯ রানে হারানোর পর শারজাহ ওয়ারিয়র্সকে এবার ৬ উইকেটে হারালো এমআই এমিরেটস। আইএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতলো মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকাধীন দলটি। অপরদিকে মঈন আলির শারজাহ দেখলো তিন ম্যাচ খেলে তিন হার।
টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ভালো শুরু করেছিল শারজাহ। টম কোহলার-ক্যাডমোরের আগ্রাসী ব্যাটিং উপভোগ্য ছিল। কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি তিনি। ১১তম ওভার থেকে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শারজাহ। এর মধ্যে জোড়া আঘাত করেন ডোয়াইন ব্রাভো।
একটা সময় ৪১ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৫ রানে থামেন ক্যাডমোর। এরপর শেষ দিকে পল ওয়াল্টারের ১৮ বলে ৪ চারে অপরাজিত ২৮ রানে ভর করে ১৪৬ রানের লড়াকু স্কোর গড়ে শারজাহ।
তাদের ৭ উইকেটের তিনটিই গেছে ডোয়াইন ব্রাভোর পকেটে। ৪ ওভারে ২৫ রান খরচ করেন এই ক্যারিবিয়ান তারকা। দুটি উইকেট নেন ইমরান তাহির।
১৪৭ রানের লক্ষ্যে নেমে বেশি ভুগতে হয়নি এমআই এমিরেটসকে। মোহাম্মদ ওয়াসিম দারুণ ফর্ম দেখিয়েছেন । তার ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রানে জয়ের ভিত গড়ে দল। মিডল অর্ডারে নিকোলাস পুরান তুলেন ঝড়। ২১ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান ব্যাটার। ৪ উইকেট হারিয়ে ১৭ বল বাকি থাকতেই ১৪৭ রান করে ফেলে এমআই এমিরেটস।
শারজার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন জুনায়েদ সিদ্দীকি। মোহাম্মদ নবি লাভ করেন ১ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post