স্পোর্টস ডেস্কঃ লা লিগায় পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। রোববার রায়ো ভায়োকানোর মাঠে ড্র করেছে তারা। প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল। তাতে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল মাদ্রিদের দলটি।
ভায়োকানোর মাঠে আজ ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই লিড পায় রিয়াল। ফেদে ভালভার্দের পাস থেকে দলকে এগিয়ে দেন হোসেলু। ম্যাচের ২৪ মিনিটে দলকে বিপদে ফেলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ত্রেজোসের ভলি বক্সে থাকা রিয়াল ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির আবেদন জানায় ভায়োকানো। ভিআর চেক করে রেফারি স্বাগতিকদের পক্ষে সিদ্ধান্ত দেন। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান রল ডি টমাস।
ম্যাচের বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। কিন্তু কেউই জালের দেখা পায়নি। যোগ করা সময়ে দুঃসংবাদ পায় রিয়াল। ফাউল করে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার দানি কারভাহালকে।
লস ব্লাঙ্কোদের থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সেভিয়াকে পেছনে ফেলে টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে ভায়োকানো। এদিকে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার চেয়ে এখনও ৬ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। ২৫ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে আনচেলত্তির দলের ৬২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে, ৫১ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ চারে আছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post