স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালের চার দিন পরই আবারও মাঠে নামবে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। তবে এবার তারা লড়বে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য। এই সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদব। এই প্রথম ভারতকে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ঘরোয়া ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তিনি মুম্বাইকে ৩৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এই বছরের শুরুতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বও করেন তিনি।
এদিকে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের চার দিন পরই শুরু হচ্ছে সিরিজটি। আগামী বৃহস্পতিবার হবে প্রথম ম্যাচ। বিশাখাপত্তমে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর থ্রিবান্দামে দ্বিতীয় টি-টোয়েন্টি, ২৮ নভেম্বর গৌহাটিতে তৃতীয়, ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ এবং ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
গত আগস্টে আয়ারল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজ খেলা সাঞ্জু স্যামসন এবং শাহবাজ আহমেদকে এই সিরিজে রাখেনি ভারতের নির্বাচকেরা। বিশ্রামে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চোটের কারণে নেই হার্দিক পান্ডিয়া। ফিরেছেন অক্ষর পাটেল। এছাড়া দলের নিয়মিত প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষণ।
ভারতের টি–টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান, ইয়াশভি জায়সাওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভম দুবে, রবি বিষ্ণয়, আর্শদিপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার ও শ্রেয়াস আইয়ার (শেষ দুই ম্যাচ)।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল- ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিশ, অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা ও কেইন রিচার্ডসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post