স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হয়েছে ম্যাড়ম্যাড়ে। এশিয়া কাপে সুপার ফোর পর্বে পরাশক্তি পাকিস্তানকে বড় হারের লজ্জা দিয়েছে ভারত। কলম্বোয় সোমবার আগে ব্যাট করে ৩৫৬ রানের পাহাড় গড়ে রোহিত শর্মার দল। লক্ষ্য তাড়া করতে নেমে কুলদিপ যাদবের স্পিন ভেল্কিতে পাকিস্তানের ইনিংস থামে মাত্র ১২৮ রানে। ২২৮ রানের রেকর্ড গড়া জয়ে সুপার ফোর পর্ব শুরু করল টুর্নামেন্টের রেকর্ড শিরোপাধারীরা।
দারুণ এই জয়ে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের বেশ প্রশংসা কুড়িয়েছে ভারত দল। নিজের ইউটিউব চ্যানেলে ভারতকে প্রশংসায় ভাসান শোয়েব, ‘অবশ্য এক ম্যাচ দিয়ে পাকিস্তানকে বাতিল করা যাবে না, ভারতকেও না। ভারতকে অনেক অভিনন্দন। তাদের জন্য প্রাপ্য ছিল এই জয়, কারণ তারা দুর্দান্ত খেলেছে।’
শোয়েব আরও বলেন, ‘ব্যাটে-বলে অসাধারণ ছিল। ভারতের বোলিং লাইনআপ বার্তা দিয়েছে তারা আগ্রাসী খেলবে। দ্রুত আউট করবে। একজন পেসার হিসেবে দেখতে আমার ভালো লেগেছে এটা। বুমরা দারুণ স্পেল করেছে, সিরাজও। কুলদীপ পরে এসে ভালো করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post