স্পোর্টস ডেস্কঃ ২০ বছর পর এই প্রথম বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ভারত। এর আগে ২০০৩ আসরে কিউইদের হারিয়েছিল তারা। রোববার ৪ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। ধর্মশালায় ডারিল মিচেল-টম লাথামদের করা ২৭৩ রানের জবাবে ভারতের জয়ের ভিত তৈরি করে দেন বিরাট কোহলি। আসরে টানা পাঁচ জয় পেয়ে যায় ভারত।
৫ উইকেট নিয়ে ফেরার ম্যাচ রাঙিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দুই দলের লড়াইয়ে গড়ে দিয়েছেন ব্যবধান। তবে তাঁর সুযোগ সহসা মেলে নি। বাংলাদেশ ম্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোটে পড়েছিলেন। ফলে একাদশে ডাক পড়ে শামির। আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন ডানহাতি এই পেসার।
৫৪ রানে ৫ উইকেট নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শামি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই পেসার বলেন, ‘প্রথম বলে উইকেট নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে। যখন সতীর্থরা ভালো খেলে, তাদেরকে আপনার সমর্থন দেওয়া উচিত। দল ভালো খেলছে কি না এটা গুরুত্বপূর্ণ। এটা আমি বুঝি। শেষের দিকে উইকেটগুলো নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। আপনার দলকে আপনি সবসময় শীর্ষে দেখতে চাইবেন। ভারতের শীর্ষে ওঠা ও উইকেটগুলো পেয়ে খুব খুশি।’
চলতি বিশ্বকাপে এ নিয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতল ভারত। চার ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল গত দুই আসরের রানার্স-আপরা। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত থাকা রোহিত শর্মার দল ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল নিউজিল্যান্ড।
Discussion about this post