স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন ধরে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় কোনো আসরে ট্রফি জিততে পারছে না ভারত। ২০১৩ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বৈশ্বিক কোনো শিরোপা জিতেছিল দলটি। এরপর থেকে আজ পর্যন্ত দশ বছর ধরে শিরোপা খরা যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
এই সময়টাতে আবার দীপাক্ষিক সিরিজগুলোতে দারুণ করেছে ভারত। মাঝে হয়ে যাওয়া বৈশ্বিক আসরগুলোতে ফেবারিট হিসেবে শুরু করলেও, শেষ পর্যন্ত ট্রফির স্বাদ পায়নি মেন ইন ব্লু’রা। যা নিয়ে সবসময়ই হতাশ দেখা যায় দলের সমর্থক, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মাঝেও।
বৈশ্বিক আসরে ভারতের সাফল্য না পাওয়া নিয়ে কথা বলেছেন মাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটার জানিয়েছেন, মানসিক কারণেই ভারত শিরোপা জিততে পারে না। সামর্থ্য থাকলেও চাপ থাকায় সাফল্য পায় না দল।
হেইডেন বলেন, ‘ভারতের আইসিসি টুর্নামেন্টে শিরোপা না জেতাটা যতটা না সামর্থ্যের কারণে, তার চেয়ে অনেক বেশি মানসিক কারণে। ভারতে ক্রিকেটই জীবন। ভারতে ক্রিকেট সব খেলার মধ্যে এগিয়ে, ক্রিকেটের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অস্ট্রেলিয়াতে আমি রাস্তায় হাঁটলে, আমাকে হয়তো অনেকে চিনবে না। অস্ট্রেলিয়াতে ক্রিকেটের বাইরেও রাগবি, ফুটবলসহ অন্যান্য খেলা নিয়ে মানুষের আগ্রহ আছে। অস্ট্রেলিয়াও সেই খেলাগুলোতে অনেক ভালো। ভারতে ক্রিকেটের দিকেই সবার মনোযোগ। তাই এই খেলায় চাপ বেশি।’
পাকিস্তানের কোচিং প্যানেলে কাজ করা হেইডেন আরও বলেন, ‘একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত তাদের। সাফল্য, ব্যর্থতা, স্কোরবোর্ড নিয়ে অতিরিক্ত ভাবনা বাদ দিয়ে ভারতের উচিত শুধু খেলে যাওয়া আর প্রক্রিয়াটাকে যথাযথ অনুসরণ। কী হবে, কী হবে না, এসব নিয়ে ভেবে লাভ নেই। যথাযথ প্রক্রিয়ার মধ্যে থাকলেই আমার মনে হয় সাফল্য পাওয়া যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post