স্পোর্টস ডেস্ক:: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই সমর্থকেরা আশা করছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা বোর্ড সভাপতি হবেন। অদূর ভবিষ্যতে সাকিব আল হাসানকেও দেখা যেতে পারে বোর্ড প্রধানের পদে।
তবে তাদের কাউকেই আপাতত ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্বে আনা হচ্ছে না। সাকিবতো এখনো খেলছেন। মাশরাফী জাতীয় দলে না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিপিএল খেলছেন। দু’জনে জাতীয় সংসদের সদস্য হয়ে যাওয়ায় অনেকেই তাদের ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল পদে দেখছিলেন।
তবে সেই সম্ভাবনা নেই। বোর্ডের আসার পথ আপাতত বন্ধ তাদের জন্য। শুধু খেলায় আছেন, সেজন্য নয়। বোর্ডে আসার যে প্রসেস সেই সিস্টেমেও নেই তারা। ক্রিকেট বোর্ডে আসতে হলে আগে ঢাকার ক্লাব ক্রিকেটের প্রতিনিধি হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে বোর্ডে আসতে হবে। এর বাইরে নিজ জেলা বা বিভাগের কোটায়ও বোর্ড পরিচালক হয়ে আসার সুযোগ আছে।
বোর্ড পরিচালকেরাই ভোট দিয়ে বোর্ড প্রধান নির্বাচন করেন। মাশরাফী বা সাকিব কেউই ক্লাবের অফিসিয়াল নন। নিজেদের জেলা, বিভাগের কোটায়ও পরিচালকও নন। তাই চাইলেই তাদের বোর্ড প্রধান হওয়ার সুযোগ নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দায়িত্ব ছাড়ছেন না আপাতত। তিনি মন্ত্রীত্ব ও বোর্ড প্রধানের দায়িত্ব এক সাথেই পালন করতে চান।
বোর্ড সভাপতি নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল। ’
বোর্ডের পরিচালকদের মধ্যেই কেউ বোর্ড প্রধান হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে। নতুন আরও দু’জন বা একজন আসলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। ’
সাবেক ক্রিকেটারদেরও সুযোগ আছে, কারা হতে পারেন তার আভাস নিয়ে নাজমুল হাসান বলেন, ‘আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post