স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের জোড়া প্রস্তুতি ম্যাচ হারল পাকিস্তান। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হারে ৫ উইকেটের ব্যবধানে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ হেরেছে তারা। অধিনায়ক বাবর আজম মিডল অর্ডারে নেমে ৯০ রান করে রিটায়ার্ড আউট হয়ে যান। ইনিংসে পাকিস্তানের তিন ব্যাটার হাঁকান ফিফটি। তবু অজিদের করা ৩৫১ রান টপকাতে পারে নি তারা। ৩৩৭ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের ৩৩ বলে ৪৮ রানের ইনিংসে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও জশ ইংলিসের ঝড়ে ৩৫০ পেরোয় অজিরা। ম্যাক্সওয়েল ৭১ বলে চার ৪ ও ছয় ছক্কায় ৭৭ রান করেন। ক্যামেরুন গ্রিন করেন ৫০ রান করেন ৪০ বল খেলে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন উসামা মির। এছাড়া হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ একটি করে উইকেট লাভ করেন। হারিস রউফ ৯ ওভার বল ঘুরিয়ে ৯৭ রান খরচ করেন। আফ্রিদি ৬ ওভারে ২৫ রান দিলেও ছিলেন উইকেট শূন্য।
রান তারায় ৮৩ রানে ৪ উইকেট হারিয়েছিল পাকিস্তান। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদ ও ছয়ে নামা বাবরের জুটিতে আসে ১৪৪ রান। শেষ দিকে ৪২ বলে ৫০ রানের ইনিংস খেলেন নওয়াজ। ১৪ বল বাকি থাকতেই ১০ উইকেট হারায় পাকিস্তান। ৮৫ বলে ৮৩ রান করেন ইফতিখার। ৫৯ বলে ৯০ রান করে সাজঘরে ফিরে যান বাবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post