নিজস্ব প্রতিবেদক:: ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসায় ইংল্যান্ড দল শনিবার মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে। ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের দল বাংলাদেশে অবস্থান করছে দুই সিরিজ খেলতে। এই সফরে ইংলিশদের টেস্ট স্কোয়াডের সদস্যরা অবশ্য আসেননি। টেস্ট দল নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে।
শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায় সফরকারীরা। গতকাল সারা দিন বিশ্রাম নেয় ভ্রমণ ক্লান্তি কাটাতে। আজ শনিবার সকালে একাডেমি মাঠে জস বাটলারের দলের অনুশীন ছিলো। সকালে তাই মিরপুরে আসে ইংলিশদের টিম বাস।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই অনুশীলন করেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা।মিরপুরের হোম অব ক্রিকেটে ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেও মিরপুরে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। সাগরিকায় শুরু হবে টি-২০ সিরিজ।
১ মার্চ দুপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্টিত হবে প্রথম ওয়ানডে। ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপরই সিরিজ যাবে সাগরিকায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি। সাগরিকায়ই শুরু হবে টি-২০ সিরিজ। ৯ মার্চ প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে।
শেষ দুই টি-২০ ম্যাচ হবে ঢাকায়। ১২ মার্চ দ্বিতীয় টি-২০ ম্যাচ হোম অব ক্রিকেটে শুরু হবে সন্ধ্যায়। ১৪ মার্চ সন্ধ্যায় হবে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি। এরপরই ইংল্যান্ড দল ঢাকা ছাড়বে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post