নিজস্ব প্রতিবেদক:: বিপিএলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারের টাইম আউট ঘোষণা করা ব্যাটসম্যানক ফিরিয়ে এনেছেন তিনি। দিয়েছেন ব্যাটিংয়ের সুযোগ। মিরপুরের হোম অব ক্রিকেটে টাইম আউট এবং আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে।
খুলনার দেওয়া ২০৪ রানের জবাবে তখন ব্যাট করছিলো চিটাগাং কিংস। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে দলীয় ৬৫ রানে পঞ্চম উইকেট হারায় চিটাগাং। ব্যাটিং বিপর্যয়ে পড়া চিটাগাং কিংসের হায়দার আলি ফিরে যান সাজঘরে। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। মোহাম্মদ নেওয়াজের লেগবিফোরের ফাঁদে পড়েন তিনি।
পরবর্তী ব্যাটসম্যান হিসেবে অজি ক্রিকেটার টমাস ও’কনেল উইকেটে আসেন। তবে তিনি উইকেটে এসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুুত হতে হতে নির্ধারিত সময় পেরিয়ে যায়। অনফিল্ড আম্পায়াররা তাকে টাইম আউট ঘোষণা করেন। ও’কনেলও ফিরে যাচ্ছিলেন সাজঘরে। তখনি আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মিরাজ নিজেই ডেকে নিয়ে আসেন টমাস ও’কনেলকে। ব্যাটিংয়ের সুযোগ পান তিনি। তবে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তিনি ব্যর্থ হয়েছে। মোহাম্মদ নেওয়াজের শিকারে প্রথম বলেই ডাক মেরে ফিরেছেন সাজঘরে। বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ঘটলো এমন ঘটনা।
খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের এমন কাজ প্রশংসায় ভাসছে। আম্পায়ারের আউট দেওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে এনে তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০