স্পোর্টস ডেস্কঃ জ্যাক ক্যালিস আর অ্যারন ফিঞ্চ ঝড়ো ব্যাটিং করলেও খুব বেশি সংগ্রহ হলো না ক্যালিফোর্নিয়ার নাইটস। রিচার্ড লেভি আর মিসবা উল হকের তাণ্ডবে সেই পুঁজি নিয়েও লড়ার সুযোগ পায়নি তারা। ক্যালিফোর্নিয়ার বিপক্ষে পাওয়া সহজ জয় নিউ ইয়র্ক ওয়ারিয়র্সকে পৌঁছে দিয়েছে ফাইনালে।
যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন টুর্নামেন্টে প্রথম কোয়ালিফায়ারে ক্যালিফোর্নিয়ার নাইটসইকে ৮ উইকেটে হারিয়েছে নিউ ইয়র্ক। এদিন আগে ব্যাটিং করে ৯৬ রানের পুঁজি পায় ক্যালিফোর্নিয়া। জবাবে ৮ বল বাকি থাকলেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউ ইয়র্ক।
এদিন ক্যালিফোর্নিয়ার দেওয়া ৯৭ রান তাড়া করতে নেমে ২৮ রানেই দুই ওপেনারকে হারায় নিউ ইয়র্ক। তবে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রিচার্ড লেভি আর মিসবা উল হকের ৬৯ রানের অবিচ্চিন্ন জুটিতে ফাইনালে পৌঁছায় দলটি। মিসবা ১৩ বলে চারটি চার ও ১ ছয়ে ২৯ রান করেন। আর লেভির ব্যাট থেকে আসে ২৪ বলে চারটি চার ও তিন ছক্কায় ৪৭ রান।
এর আগে ব্যাটিংয়ে নেমে ৬০ রানের ওপেনিং জুটি পায় ক্যালিফোর্নিয়া। ইনিংসের ষষ্ট ওভারে ২০ বলে ২৯ করে ক্যালিস ফিরলে ভাঙে জুটি। আরেক ওপেনার ফিঞ্চ করেন ২২ বলে ৬ চার ও এ ছক্কায় ৪২ রান। শেষদিকে আর কেউ উইকেটে থিতু হতে পারেননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post