স্পোর্টস ডেস্কঃ চলতি আইপিএলে ধুঁকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে সূর্যকুমার যাদব দিয়েছেন সুখবর। চোটের কারণে এতোদিন মাঠের বাইরে থাকা এই তারকাকে ফিট ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মুম্বাইয়ের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারেন সূর্যকুমার।
চলতি আসরে আগামী রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘তিনি (সূর্য) এখন ফিট। এনসিএ তাকে কিছু অনুশীলন করতে বাধ্য করেছিল এবং তাকে এখন ভালো মনে হচ্ছে। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেন। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে সূর্য যখন মুম্বাইয়ে ফিরে যাবে, তখন তিনি যেন ১০০ শতাংশ ফিট থাকেন।’
আইপিএলের চলমান আসরে টানা তিন পরাজয়ের পর মুম্বাই বেশ সমস্যায় পড়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যেকোনো মূল্যে আগামী ম্যাচগুলো জিততেই হবে। আর তা না হলে দলটির প্লে-অফে ওঠার পথ খুব সংকুচিত হয়ে যেতে পারে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি বুধবার সূর্যকুমার যাদবকে ফিট ঘোষণা করেছে। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন সূর্যকুমার। এরপর তাঁর স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার করা হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post