স্পোর্টস ডেস্ক:: রংপুর রাইডার্সের কাছে হেরে যাওয়া ম্যাচে ফরচুন বরিশালের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলো মুশফিকুর রহিমের ইনজুরি। ফিন্ডিংয়ের সময়ে দ্বিতীয় ওভারে তরুণ পেসার ইমনের বল ধরতে গিয়ে চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। ব্যথা নিয়ে শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়েছিলো।
বরিশালের উইকেটরক্ষক অভিজ্ঞ এই ব্যাটারকে নিয়ে শঙ্কা ছিলো। তবে স্বস্তির খবর তার চোট খুব একটা গুরুতর নয়। বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, ‘‘মুশফিকের সমস্যা নেই, ভালো আছেন’’।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকের চোটের ঘটনা ঘটে। মুশফিককে কাতরাতে দেখা যায়। কাতরাতে কাতরাতে মাঠ ছেড়ে যান মুশফিক। পরে তার জায়গায় কিপিং করছেন প্রীতম কুমার।
টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৪ রানে থামে বরিশাল। তাতে মুশফিকের অবদান ছিল মাত্র ১৫ রান। ১৭ বলে এই রান করেন তিনি। সর্বোচ্চ ২৮ রান করেন তামিম ইকবাল। তাড়া করতে নেমে রংপুর রাইডার্স ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।
হেরে যাওয়া ম্যাচে বরিশালের শঙ্কা ছিলো মুশফিকুর রহিমকে নিয়ে। তবে সেই শঙ্কা বড় হয়নি। মুশফিক সুস্থ আছেন। পরের ম্যাচেই খেলতে পারবেন বলে জানিয়ে ফরচুন বরিশালের একটি সূত্র। শিরোপা প্রত্যাশী দলটির জন্য যা বড় এক স্বস্তির খবর।
এসেনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০