নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে দলটি। টানা দুই ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। ফিফটি মিস করলেও দারুণ ইনিংস খেলেছেন সৌম্য সরকার। জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৬২ রান।
মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে তানভীর ইসলামের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গোল্ডেন ডাকের দেখা পান তিনি। এরপর টপ অর্ডারে নামেন একাদশে সুযোগ পাওয়া প্রীতম কুমার। তিনিও সুবিধা করতে পারেননি। ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা অধিনায়ক তামিম ইকবালও পাওয়ার প্লে’র শেষ দিকে ফিরে যান। এর আগে তিনি খেলে যান ১৬ বলে ১৯ রানের ইনিংস। দলীয় ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বরিশালের ঢাল হয়ে দাঁড়ান এরপর সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের ৬৬ রানের জুটি বিপদ কাটিয়ে বড় পুঁজির ইঙ্গিত দেয়।
তবে মুস্তাফিজের ইয়র্কারে সৌম্য বোল্ড আউট হলে বরিশালের ফের ছন্দপতন ঘটে। ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ৩১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। তার বিদায়ের পর আর কেউ ভালো করে জুটি বাঁধতে পারেননি মুশফিকের সাথে। ব্যর্থ হন শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদরা।
এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুশফিক। ইনিংসের একেবারে শেষ দিকে গিয়ে তিনি থামেন ব্যক্তিগত ৬২ রানে। তার ৪৪ বলের এই ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়। মুশফিকের ব্যাটে ভর করেই বড় পুঁজি পায় বরিশাল।
কুমিল্লার হয়ে ৩টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন রোস্টন চেজ ও ম্যাথু ফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post