নিজস্ব প্রতিবেদকঃ এনামুল হক বিজয় ছিলেন না বাংলাদেশের এশিয়া কাপ প্রাথমিক স্কোয়াডে। ছিলেন না বিশেষ ক্যাম্পেও। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সে তিনি চালিয়ে যাচ্ছিলেন অনুশীলন। এরপর এই উইকেটকিপার ব্যাটার শুনলেন সুখবর। এশিয়া কাপের দলে ডাক পড়েছে তাঁর। ইতোমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ডানহাতি এই ব্যাটার।
কেন বিজয়কে আনা হচ্ছে দলের সাথে? অধিনায়ক সাকিব আল হাসান দিয়েছেন এই ব্যাপারে ব্যাখা। ক্যান্ডিতে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো কারণে যদি মুশফিক ভাই উইকেটকিপিং না করতে পারে সেজন্য বিজয় দলে নেওয়া হয়েছে। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে দলে নেওয়া।’
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ ৮৩৪ রান করেছিলেন বিজয়। তিন সেঞ্চুরির পাশাপাশি ছিল তিন ফিফটি। যেখানে ব্যাটিং করেছিলেন ৯৭.৩১ স্ট্রাইক রেটে। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেললেও এই ওপেনার প্রাথমিকভাবে ছিলেন না বিসিবি পরিকল্পনায়।
তবে লিটনের অসুস্থতায় কপাল খুলেছে বিজয়ের। সর্বশেষ গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ৩০ রান। যার ফলে বাদ পড়েছিলেন দল থেকে। এবার মূলত ব্যাক-আপ ওপেনার হিসেবে সুযোগ পেলেন। ৪৪ ওয়ানডে ম্যাচ খেলা বিজয় ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে রান করেছেন ১২৫৪। ওয়ানডে ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি তাঁর নামের পাশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post