স্পোর্টস ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারায় গোলাম রব্বানি ছোটনের দল। রোববার দ্বিতীয় এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূল পর্বের খেলা আগামী বছর এপ্রিলে হওয়ার কথা রয়েছে। মূল পর্বের আয়োজক ইন্দোনেশিয়া। আর সেখানে অংশ নিতে চান বাংলাদেশ কোচ ছোটন। সিঙ্গাপুরকে উড়িয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সেই বাছাই পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয়া। আমাদের মেয়েদের আগের দুই আসরে চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড রয়েছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’
সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে রোববার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচের ২১ মিনিটে প্রথম লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান ২-০ করে তারা। ৬৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করে সিঙ্গাপুরের ম্যাচে ফেরার আশা একপ্রকার শেষ করে দেয় অতিথিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post