স্পোর্টস ডেস্কঃ চোখধাঁধানো গোলে মেজর লিগ সকার (এমএলএস) অভিষেক রাঙালেন ইন্টার মায়ামির তথা বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মায়ামির ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি এসেছে মেসির পা থেকে। অন্য গোলটি করেছেন ডিয়েগো গোমেজ। এ নিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে মেসির গোল এখন ১১।
বদলি নেমে শেষ সময়ে দারুণ গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা, মেজর লিগ সকারে ১১ ম্যাচ পর জয়ের স্বাদ পেল মায়ামি। লিগ অভিষেকে গোল করেন গোমেজ। প্যারাগুয়ের এই মিডফিল্ডার ৩৭তম মিনিটে এগিয়ে দেন দলটিকে। এরপর ৮৯তম মিনিটে মেসির ওই নান্দনিক গোল। এ দিন অভিষেকের সম্ভাবনা থাকলেও প্রথম একাদশে মেসিকে রাখেন নি আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো। তবে দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ঠিকই তাকে মাঠে নামানো হয়। তাতে এমএলএসে অভিষেক হয় ফুটবলের খুদে জাদুকরের।
৮৯তম মিনিটে মেসিকে ঘিরে ধরেন প্রতিপক্ষের চার জন ফুটবলার। সেখান থেকে বিশ্বকাপজয়ী এই মহাতারকা বল বাড়িয়ে দেন বেঞ্জামিন ক্রেমাসকিকে। এই মিডফিল্ডার তখন এক ডিফেন্ডার ও গোলকিপারকে ফাঁকি দিয়ে আবার পাস দেন মেসিকে। এরপর তার কাজ স্রেফ টোকা দিয়ে বল জালে পাঠানো। পিএসজি ছেড়ে এই মৌসুমে আমেরিকার ফুটবলে নাম লেখানো এই আর্জেন্টাইনের প্রথম গোল এটি দেশটির ঘরোয়া লিগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post