স্পোর্টস ডেস্ক:: শেষ পর্যন্ত পিএসজি ছাড়ছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। তাকে বরণের প্রস্তুুতি নিচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। মেডিকেল টেস্টের জন্য প্রস্তুুতিও নিতে শুরু করেছে ক্লাবটি। মেডিকেল টেস্টের স্লটও বুক করে ফেলেছেন হিলালের কর্মকর্তারা।
পিএসজি নেইমারকে ছাড়তে রাজি হয়েছেন। আল হিলালের কর্মকর্তাদের প্রস্তাবে সন্তুুষ্ট হয়েছে ক্লাবটি। নেইমারকেও বিষয়টি জানিয়েছেন ফরাসি ক্লাবের কর্তারা। তার মৌন সম্মতিও মিলেছে। ক্লাব কর্মকর্তারাও মেডিকেল টেস্টের জন্য প্রস্তুুতি নিতে শুরু করেছেন।
ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক ইউরোপের ফুটবল ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্তই করে ফেলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানেদের প্রো লিগেই যাচ্ছেন তিনি। বারবার ইনজুরিতে মাঠের বাইরে থাকা ৩১ বছর বয়সী এই তারকার উপর খুব একটা সন্তুুষ্ট ছিলো না ফরাসি ক্লাব কর্তৃপক্স।
দলবদল বিষয়ক ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল হিলাল থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছেন নেইমার। দিন না গড়াতেই পানি অনেকদূর গড়িয়েছে। আল হিলালের কাছে নেইমারকে বিক্রি করতে সম্মতি জানিয়েছে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি।
আল হিলাল দুই বছরের জন্য চুক্তি করবে ব্রাজিলিয়ান এই তারকার সাথে। ২০১৭ সালে বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন তিনি। ছয় বছরের মতো খেললেও ক্লাবকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি। বারবার ইনজুরিতে আক্রান্ত হন তিনি। তাতেই শুরু হয় ক্লাব কর্তাদের সঙ্গে তার মতানৈক্য। এরপর থেকেই পিএসজি তাকে ছেড়ে দিতে চেষ্টা শুরু করে।
ফরাসি চ্যাম্পিয়নদের জার্সিতে নেইমার এখন পর্যন্ত ১৭৩ ম্যাচে ১১৮ গোল করেছেন নেইমার। অ্যাসিস্ট করেছেন ৭৭টি গোল। দুবার লিগ কাপ, তিনবার ফ্রেঞ্চ কাপ ও চারবার সুপার কাপ জিতেছেন তিনি। এবার তার বিদায় ঘন্টা বাজছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post