স্পোর্টস ডেস্ক:: ইতিহাস বদলানোর স্বপ্ন বাংলাদেশ দেখেছিলো ঘরের মাঠে। মিরপুরের হোম অব ক্রিকেটে মেয়েদের টি-২০ বিশ্বকাপে ইতিহাসে বদলানোর আশা নিয়ে মাঠে নামার কথা ছিলো বাংলাদেশ নারী দলের। তবে এখন আর ঘরের মাঠে নামা হচ্ছে না। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নামতে হচ্ছে বাংলাদেশ। আইসিসি যে বাংলাদেশ থেকেই সরিয়ে নিয়েছে বিশ্বকাপের আসর।
আজ থেকে সংযুক্ত আরব-আমিরাতে শুরু হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের স্বাগতিক ছিলো বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেট আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরুর কথা ছিলো মেয়েদের বিশ্বকাপ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইসিসি নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ থেকে ভেন্যু সরিয়ে নেয়।
মেয়েদের এই টি-২০ বিশ্বকাপের আয়োজক স্বত্বা বাংলাদেশের থাকলেও নিগার সুলতানাদের স্বাগতিক হয়ে মাঠে নামা হচ্ছে না। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই মিরপুরের বদলে শারজাহতে খেলতে হচ্ছে মেয়েদের। বাংলার মেয়েরা ইতিহাস বদলানোর আশা নিয়ে আজ মাঠে নামবে। টি-২০ বিশ্বকাপের সবশেষ চার আসরে যে একটি ম্যাচও জিতেনি বাংলাদেশ। সবগুলো ম্যাচই হেরেছে। আজ স্কটল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাস বদলাতে চাইবে মেয়েরা।
স্কটল্যান্ডের বিপক্ষে অতীতের ইতিহাসও কথা বলছে বাংলাদেশের পক্ষে। এর আগে দলটির বিপক্ষে কখনো টি-২০ হারেনি বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিলো স্বাগতিক মেয়েরা। বিশ্বকাপের এই ফরম্যাটের প্রথম আসরের দুই জয়ই শেষ জয়। এরপর আর কখনো কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। চার আসরে ১৬ ম্যাচের সবগুলোই হেরেছে।
স্কটল্যান্ডের বিপক্ষে এর আগে চারটি টি-২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলোই জিতেছে। বিশ্বকাপে প্রথমবারের মতো দলটির বিপক্ষে মাঠে নামছে নিগার সুলতানার দল। এবার তাই জয় দিয়ে বিশ্বকাপ আসরে আগের চার আসরের ইতিহাস বদলাতে চায় টাইগ্রেসরা। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ইতিহাস বদলানোর প্রত্যয় করে বলেন, ‘২০১৪ সাল ছাড়া বিশ্বকাপে তো আমাদের বলার মতো কিছু নেই। তাই এই বিশ্বকাপটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই এমন কিছু করতে, যাতে এই বিশ্বকাপটার কথা মনে থাকে।’
বিশ্বকাপের প্রস্তুুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর কারণে আত্মবিশ্বাস বেড়েছে জানিয়ে অধিনায়ক বলেন,, ‘স্কটল্যান্ডকে হারিয়েই শুরু করতে চাই। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যেভাবে সবাই খেলেছে, সবার মধ্যে ম্যাচ জয়ের যে ক্ষুধা দেখেছি, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলেছে সবাই। তাই বলব, স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে আমরা প্রস্তুত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০