স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার ফাইনান খেলে আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলবেন আনহেল দি মারিয়া। দীর্ঘদিন ধরে আর্জেন্টাইনদের ভরসার পাত্র হয়ে ওঠা এই ফরোয়ার্ড এবার শেষের অপেক্ষায়। আগেই দিয়ে রেখেছেন ঘোষণা। কলম্বিয়ার বিপক্ষে সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে চলেছেন বিশ্বকাপজয়ী দি মারিয়া।
এদিকে দি মারিয়ার বিদায়ী ম্যাচে এই ফরোয়ার্ডের কাছ থেকে গোল চান আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে ২০০৮ অলিম্পিক ফাইনালে দি মারিয়ার একমাত্র গোলে স্বর্ণপদক জেতে আলবেসেলিস্তেরা। এরপর ২০২১ কোপা আমেরিক ফাইনাল, ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে উৎসবের উপলক্ষ্য এনে দেন দি মারিয়া। এবারের কোপার ফাইনালেও তাই এই ফরোয়ার্ডের কাছ থেকে গোল আশা করছেন মেসি। তিনি বলেন, ‘কে জানে, সে হয়তো ফাইনালে আরেকটি গোল করবে, যেমনটা সে আগে খেলা ফাইনাল ম্যাচগুলোতে করেছে। এটি অসাধারণ হবে। আমরা সবসময়ই তাকে বলেছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সামনে প্লে-অফ ম্যাচ আসছে। কিন্তু ফিদেও (দি মারিয়া) নিজের সিদ্ধান্ত নিয়েছে ফেলেছে এবং এটি বদলাতে পারে এমন কিছু নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post