স্পোর্টস ডেস্কঃ মার্সেই, মোনাকো ও বায়ার্ন মিউনিখ মিলিয়ে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ নিয়ে লিলের বিপক্ষে মাঠে নামে পিএসজি। রোববারের ম্যাচটিতে টানা চতুর্থ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লিগ ওয়ানের টেবিল টপার দলটি।
ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপে গোল করে ওই হারের শঙ্কা এড়ান। শেষ বাঁশির আগে ফ্রি-কিক থেকে জাদুকরী গোল করে দলকে জেতান লিওনেল মেসি। ম্যাচটি ৪-৩ গোলে জিতে পিএসজি। ম্যাচ শেষে পর্তুগাল মিডফিল্ডার ভিতিনহা বলেন, লিলের বিপক্ষে জিততে পেরে বেশ উচ্ছ্বসিত তারা।
ভিতিনহা বলেন, ‘এমনকি যখন আমরা জিতি না, তখনও আমরা এটা (জয়ের তাড়না) অনুভব করি; সবাই জিততে চায়। মেসির গোলে সবার মাঝে মুক্তির অনুভূতি ছিল। সত্যিই সবাই জিততে চেয়েছি। আজ জিততে পেরে খুবই ভালো লাগছে।’
লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে পিএসজির। ২৪ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে তাদের ৫৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post