স্পোর্টস ডেস্কঃ ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি অ’র ২০২৩–এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া লিওনেল মেসি ও আর্লিং হালান্ড এবার বর্ষসেরার পুরস্কারটি জয়ের দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে।
আর্জেন্টিনাকে গত বছর বিশ্বকাপ জেতানোর মেসি এর আগে সাতবার ব্যালন ডি’অর জেতেন। সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যাওয়া মেসি ৮ম বারের মতো এই পুরস্কার জেতার দৌড়ে আছেন। যেখানে আছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবে চলে যাওয়া করিম বেনজেমাও।
তবে নরওয়ের হালান্ডই এই পুরস্কারের জন্য অনেকটা এগিয়ে থাকবেন। গত মৌসুমে ৫৩ বলে ৫২ গোল করেন এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। কদিন আগে উয়েফার বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি। তবে মেসি বিশ্বকাপ জেতায় এগিয়ে থাকছেন কিছুটা।
আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আর সেদিন এই পুরষ্কারটি মেসির হাতেই দেখছেন নরওয়ে জাতীয় দলের কোচ স্টালে সোলবাক্কেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনি যদি জানতে চান, কে জিতবে বলে আমি মনে করি। তাহলে আমি বলবো মেসিই জিতবে এটা, তার বিশ্বকাপ জয়ের জন্য ধন্যবাদ। এখনও এর প্রভাব আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post