স্পোর্টস ডেস্কঃ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে শুক্রবার ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। চতুর্থ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গ গোল করে এগিয়ে দেন ন্যাশভিলকে। ৪৬ মিনিটে তাঁরই গোলে ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিলে।
এরপর লিওনেল মেসি ও লুই সুয়ারেজের রসায়নে ৫৬ মিনিটে ব্যবধান কমায় মায়ামি। বক্সের ঠিক বাইরে বল পেয়ে মেসিকে পাস দেন সুয়ারেজ। বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের জোরালো শটে মেসি বল পাঠান জালে। ম্যাচের শেষ দিকে এসে আরেকবার মায়ামির জালে বল পাঠায় ন্যাশভিল। তবে গোলটি বাতিল হয় ভিএআর-এ। খানিকটা অসন্তুষ্ট দেখা যায় স্বাগতিক ফুটবলারদের। এরপর যোগ করা সময়ে সার্জিও বুসকেতসের ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠিয়ে মায়ামিকে ড্র এনে দেন সুয়ারেজ। স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post