স্পোর্টস ডেস্কঃ বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে পা রেখেছে মোহামেডান। ২০০৯ সালের পর আবারও প্রতিযোগিতার ফাইনালে পা রাখল ঐতিহ্যবাহী দটি।
প্রতিযোগিতাটির দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১৬ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। এ ম্যাচের জয়ীর দলের বিপক্ষে ৩০ মে শিরোপা লড়াইয়ে নামবে মোহামেডান।
দীর্ঘদিন পর ফাইনাল খেলার স্বপ্নে বিভোর হয়ে ছিলেন মোহামেডান ফুটবলাররা। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ আলফাজ। তিনি বলেন, ‘খেলোয়াড়রা সবাই কমিটেড ছিল। সবাই জান-প্রাণ দিয়ে খেলেছে; এই সাফল্য আসলে ওদের প্রচেষ্টার ফল।’
সাদা-কালোদের কোচ আরো বলেন, ‘খেলোয়াড়দেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা প্রত্যেকে নিজেদের দায়িত্বটুকু শতভাগ পূরণ করেছে। আজকে অনেক বেশি এফোর্ট দিয়ে খেলেছে এবং ছেলেরা আমার পরিকল্পনা থেকে বের হয়নি। আমার কথার বাইরে যায়নি। পরিশ্রম করেছে, আল্লাহ পরিশ্রমের ফল দিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post