স্পোর্টস ডেস্কঃ আইপিএল দিয়ে মাঠে ফিরতে চেয়েছিলেন মোহাম্মদ শামি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠছে না। গোড়ালির চোট সেরে না ওঠায় অস্ত্রোপচার করাতে হবে তাকে। ফলে বেশ বড় ধাক্কাই খেলেন এই ভারতীয় পেসার। খুব শীগগিরই অস্ত্রোপচারের জন্য ইংল্যান্ডে পাঠানো হতে পারে শামিকে।
শামিকে না পাওয়া বড় ধাক্কা তার দল গুজরাট টাইটান্সেরও। গত দুই মৌসুমে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই পেসার। গত আসরে ফাইনালে ওঠার পথে ১৭ ম্যাচ খেলে ২৮ উইকেট নিয়ে ছিলেন দলের সর্বাধিক উইকেট শিকারি। আর ২০২২ সালে ২০ উইকেট নিয়ে গুজরাটকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।
এদিকে এবার গুজরাটে নেই হার্দিক পান্ডিয়াও। শামি না খেলার কারণে একজন অভিজ্ঞ খেলোয়াড়কেও মিস করতে চলেছে তারা। এবার অবশ্য শামির বদলি ক্রিকেটার দলে নিয়েছে গুজরাট। সন্দীপ ওয়ারিয়ার, যিনি ২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতিয়েছেন। খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও। ২০১৯ সালের আইপিএলে ৩ ও ২০২০ এবং ২০২১ সালে একটি করে ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ২টি।
এবারের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে ৯টি ম্যাচে সন্দীপের শিকার ২৪ উইকেট। এখন পর্যন্ত ৭২ টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন তিনি। ভারতের হয়ে ২০২১ সালে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচে ব্যাট হাতে ২৩ রান করলেও বোলিং করার সুযোগ পাননি। সন্দীপকে গুজরাট বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে। আমেদাবাদে স্বাগতিকরা আইপিএল শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post