নিজস্ব প্রতিবেদকঃ ১৯তম ওভারের প্রথম বলে দাসুন শানাকাকে স্কয়ার লেগের উপর দিয়ে ছয় মেরে দুই হাত তুলে নাজমুল হোসেন শান্ত’র উচ্ছ্বাস। অবশ্য সেটি অমূলক নয়। এক ছক্কায় একইসাথে ফিফটি পূরণ ও দলের দারুণ জয় ১১ বল হাতে রেখেই। উচ্ছ্বাসটা তাই একেবারেই স্বাভাবিক।
৮ উইকেটের বিশাল এই জয়ে রেকর্ডও গড়েছে টাইগাররা। আর সেটা হলো যৌথভাবে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে এরকম ঘরের মাঠে সর্বোচ্চ একই ব্যবধানে জিতেছিল টাইগাররা।
আর এমন দারুণ জয়ের পর জয়ের কৃতিত্ব সবাইকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে বোলারদের প্রশংসা করেন তিনি। তবে ব্যাটারদের পারফর্ম নিয়েও কথা বলেছেন।
এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘কৃতিত্বটা সবার। বিশেষ করে বোলারদের। আমরা যেভাবে বল করেছি এই উইকেটে…আমি খুব খুশি। আমি নির্দিষ্ট কোনো বোলারের কথা বলব না, সবাই ভালো বল করেছে। তারপর ব্যাট হাতেও আমরা শুরুটা ভালো করেছি এবং সেটা ধরে রেখেছ।।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post