স্পোর্টস ডেস্কঃ ক্লাব ছাড়ছেন অ্যান্তনি মার্শিয়াল। এই ফরাসি ফুটবলার ৯ বছরের সম্পর্ক ত্যাগ করছেন ইউনাইটেডের সাথে। জুনেই তার সাথে চুক্তির মেয়াদ শেষ হবে ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাবটির। এরপরই ক্লাব ছেড়ে যাবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন মার্শিয়াল।
২০১৫ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে ইউনাইটেডে নাম লেখান মার্শিয়াল। রেড ডেভিলরা ৩৬ মিলিয়ন পাউন্ডে তাকে নিয়ে আসার পর বিশ্বের সবচেয়ে দামী টিনএজ খেলোয়াড় বনে গিয়েছিলেন সেই সময়। পারফর্মও করেছিলেন এসে। তবে পারফর্মের ধারা ধরে রাখতে পারেননি। ধীরে ধীরে আড়ালে চলে যান। ইনজুরিতেও ভুগেন। মাঝে আবার ২০২২ সালে লোনে তাকে সেভিয়াতে পাঠানো হয়।
এবারের মৌসুমেই অনেকটা নিশ্চিত হয়ে যায় মার্শিয়ালের বিদায়। কেননা চোটে ভুগছেন, দীর্ঘদিন ধরে। ম্যাচ মিস করেছেন। সব মিলিয়ে মৌসুম শেষ হতেই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে তাই আলোচনা ছিল না। যার ফলে ক্লাব ছেড়ে যাওয়াটা নিশ্চিতই হয়ে যায়। ৯ বছরে ৩১৭টি ম্যাচ খেলে ৯০ গোল করেছেন এই ফরোয়ার্ড।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায় নিয়ে মার্শিয়াল বলেন, ‘অনেক আবেগতাড়িত হয়ে আজ বিদায়ের কথা লিখতে হচ্ছে আপনাদের জন্য। এই ক্লাবে অবিশ্বাস্য ৯টি বছর কাটিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর সময় হলো আমার। এই পথচলায় ভালো ও খারাপ সময়ে আপনারা সবসময় পাশে ছিলেন। আপনাদের ভালোবাসা ও বিশ্বস্ততা আমার জন্য ছিল অনুপ্রেরণার উৎস।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post