স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন শেষ আগেই। একেবারে ক্ষীণ ইউরোপা লিগে খেলার সুযোগও। মৌসুম জুড়ে বিবর্ণ ফুটবল খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গী হয়েছে বেশ কয়েকটি বিব্রতকর হার। তবে এরিক টেন হেগের শিষ্যদের সবচেয়ে বড় লজ্জা যেন পেল মৌসুমের শেষে এসে ক্রিস্টাল প্যালসের বিপক্ষে।
আগামী মৌসুমে ইউনাইটেডকে হয়তো কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেল। পয়েন্ট তালিকার প্রায় নিচের দিকে থাকা প্যালেসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে ছাড়াই খেলতে নেমেছিল তারা। ফলটা হয়েছে ভয়াবহ। ঘরের মাঠে তাদেরকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্যালেস। ৪ গোল দিয়ে ম্যাচ জিতেছে তারা।
দুই অর্ধে দুটি করে গোল করে প্যালেস। দ্বাদশ মিনিটে বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার ওলিসে। ৪০তম মিনিটে তারই স্বদেশি ফরোয়ার্ড জ্যঁ-ফিলিপে মাতেতার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্যালেস।
৫৮তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার টাইরিক মিচেল ব্যবধান আরও বাড়ালে সফরকারীদের ঘুরে দাঁড়ানোর আশা ফিকে হয়ে যায়। আর আট মিনিট পর দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলে জয়টা একরকম নিশ্চিতই করে ফেলেন ওলিসে। ডান দিক থেকে বক্সে ঢুকে জোরাল উঁচু শটে গোলটি করেন তিনি।
বিব্রতকর এই হারে উয়েফা কনফারেন্স লিগের টিকেট পাওয়ার লড়াইয়েও পিছিয়ে পড়ল টেন হাগের দল। এবারের লিগে ইউনাইটেডের এটা ১৩তম হার। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে সপ্তম স্থানে চেলসি। ৫৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post