স্পোর্টস ডেস্কঃ কিছুক্ষণ পর ইউরোপ সেরা হতে মাঠে নামবে স্পেন-ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের হাত ধরে ৬৬’র পর প্রথম কোনো বড় ট্রফি জয়ের সন্ধানে ইংলিশরা। বিপরীতে সবচেয়ে বেশি চতুর্থ শিরোপার মিশন স্প্যানিশদের। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার ম্যাচ শুরু রাত ১টায়।
ফাইনালে দুই দলই তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে। ইংল্যান্ড তাদের একাদশ সাজিয়েছে ৩-৪-২-১ ফরম্যাশনে। গোলরক্ষক হিসেবে রয়েছেন জর্ডান পিকফোর্ড। ডিফেন্সে রয়েছেন গুয়েহি, ওয়ালকার ও স্টোনস। আর উইংব্যাক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন সাকা ও শ। তরুণ চার মিডফিল্ডার মাইনু, রাইস, ফোডেন ও বেলিংহ্যামকে দিয়ে সাজিয়েছেন ইংল্যান্ড কোচ সাউথগেট। আর স্ট্রাইকার হিসেবে রয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এদিকে স্পেন ৪-২-৩-১ ফরম্যাশনে একাদশ সাজিয়েছে। ডিফেন্সে রয়েছেন কারভাহাল, নরম্যান্ড, লাপোর্টে এবং কুকুরেলা। মাঝমাঠ সাজাবেন রদ্রি, রুইজ, ওলমো। আর আক্রমণ ভাগে রয়েছেন মোরাতা, ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। আর গোলরক্ষক হিসেবে রয়েছেন উনাই সিমন্স।
ইংল্যান্ড একাদশ- জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), মার্ক গুয়েহি, কাইল ওয়ালকার, জন স্টোনস, বুকায়ো সাকা, লুক শ, কোবি মাইনু, ডেলকান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন।
স্পেন একাদশ- উনাই সিমন্স (গোলরক্ষক), দানি কারভাহাল, রবিন লে নরম্যান্ড, আয়মেরিক লাপোর্টে, মার্ক কুকুরেলা, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, দানি ওলমো, আলভারো মোরাতা, লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post