নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে টস হেরে আগে ব্যাট করছে টাইগাররা। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সাকিব আল হাসানের দল। ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে পাওয়ার প্লে-র ৬ ওভারে কোনো উইকেট হারায় নি স্বাগতিকরা। স্কোর বোর্ডে রান জমা করেছে ৪৬।
তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পর ফিরে যান রনি। দলীয় ৫৫ রানে থামল ওপেনিং জুটি। আদিল রশিদের স্পিন ভেল্কিতে আউট হয়ে গেলেন এই ডানহাতি ক্রিকেটার। আদিলের বলে রিভার্স সুইপ খেলেন রনি, কিন্তু ফিরতি ক্যাচ গেছে বোলারের কাছে! অদ্ভুতভাবে আউট হয়েছেন তিনি। ১৭ রানে জীবন পাওয়া বাংলাদেশ ওপেনার থেমেছেন ২৪ রানে।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটের প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এরপর মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংলিশদের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।
এবার জয়ের ধারাবাহিকতা ধরে টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ। তাতে তৈরি হবে নতুন রেকর্ড।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post