নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পর্বের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করেছে স্বাগতিকরা। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামা সিলেটকে বড় পুঁজি এনে দেন রনি তালুকদার-জাকির হাসানরা। এই দুই ব্যাটার হাঁকান ফিফটি। শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন এই ম্যাচে একাদশে সুযোগ পাওয়া অ্যারন জোন্স। মাত্র ৫ বলে ৩ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।
টস হেরে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুই ওপেনার রনি তালুকদার ও জর্জ মানসি দারুণ শুরু এনে দেন সিলেটকে। ১২ বলে ১৮ রান করে মানসি বিদায় নেন। ২ ছক্কা ও ১ চারে এই ইনিংস সাজান তিনি। তিনে নামা জাকির হাসান অপেনার রনিকে নিয়ে রানের গতি সচল রাখেন।
দলীয় ৮৮ রানে বিদায় নেন রনি। ৩২ বলের মোকাবেলায় হাঁকান সাতটি চার ও তিনটি ছক্কা। ব্যক্তিগত ৫৪ রানে ফেরেন তিনি। এরপর খুব একটা সুবিধা করতে পারেননি পল স্টার্লিং। আগের ম্যাচেও বড় ইনিংস খেলতে পারেন নি আইরিশ এই ক্রিকেটার। এরপর ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন জাকির। ব্যক্তিগত ৫০ রানেই থামেন এই বাঁহাতি ব্যাটার। উইকেট কিপার ব্যাটার জাকের আলী ক্রিজে নেমেই রংপুরের বোলারদের ওপর চড়াও হন। মাত্র ১৯ বলে ৩৮ রান করেন জোন্স। ১ চার ও ৪ ছক্কা হাঁকান তিনি। আর মাত্র ৫ বলে ২০ রান করে জাকের অপরাজিত থাকেন। রংপুরের হয়ে বল হাতে ২ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০