স্পোর্টস ডেস্কঃ রাঁচি টেস্টে নিজের সহজাত ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট। শুক্রবার ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথমদিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩০২ রান। টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ৩১তম সেঞ্চুরি। ভারতের বিপক্ষে দশম। প্রতিপক্ষের বিপক্ষে তাঁর চেয়ে আর কোনো ব্যাটারের বেশি টেস্ট সেঞ্চুরি নেই। এত দিন ৯ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভেন স্মিথের সঙ্গে শীর্ষে ছিলেন ৩৩ বছর বয়সী ব্যাটার।
টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলে ইংলিশরা। এরপর ভারতের অভিষিক্ত পেসার আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ে পরের ১০ রান নিতেই তিন উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ডাকেট ২১ বলে ১১ রান করে আউট হন। বাঁহাতি এই ইংলিশকে ধ্রুব জুরেলের ক্যাচ বানান আকাশ। তৃতীয় নম্বরে নামা অলি পোপকে রানের খাতাই খুলতে দেননি ভারতের তরুণ এই পেসার। এরপর ৪২ বলে ৪২ রান করা আরেক ওপেনার ক্রাউলি সাজঘরের পথ দেখান বোল্ড করে।
দ্রুত তিন উইকেট চাপে পড়ে ইংল্যান্ড। এরপর জনি বেয়ারেস্টােকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রুট। বেয়ােস্টো ৩৫ বলে ৩৮ রান করে রবিচন্দ্রন অশ্বিনের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে ভেঙে যায় ৫৭ বলে ৫২ রানের জুটি। এরপর ৬ বলে ৩ রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন অধিনায়ক বেন স্টোকস। ষষ্ঠ উইকেটে বেন ফোকসকে নিয়ে ২৬১ বলে ১১৩ রানের দারুণ জুটি করেন রুট। এই জুটিতে রুটের অবদান ৫৯ রানের। ফোকস ফিফটি করতে না পারার আক্ষেপ নিয়ে ফেরত যান। ১২৬ বলে ৪৭ রান করেন তিনি। এরপর টম হার্টলি করেন ২৬ বলে ১৩ রান।
অষ্টম উইকেটে অলি রবিনসনকে নিয়ে আরও একটি জুটি করেন রুট। এই জুটিতেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। শতক হাঁকাতে রুট খেলেছেন ২১৯ বল। অপরাজিত ৫৯ রানের এই জুটিতেই প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। ৯০ ওভার ব্যাট করে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ৩০২ রান। ২২৬ বলে ৯ চারে ১০৬ রানে অপরাজিত আছেন রুট। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন আকাশ দীপ। এছাড়া ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ১টি করে উইকেট তোলেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।
Discussion about this post